লন্ডনে বাড়ছে ই-স্কুটার

১৯ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৬  
যুক্তরাজ্যের বিধি অনুসারে, ই-স্কুটার পরীক্ষামূলকভাবে চালানো বা ভাড়া নিয়ে চালানো ছাড়া সড়কে এটি নামানো নিষেধ। তারপরও লন্ডনের যাত্রীদের মধ্যে বাস এবং পাতাল ট্রেন ব্যবহার কমেছে। হুট করে বেড়েছে ই-স্কুটারের ব্যবহার। লন্ডনের রাস্তায় ও সাইকেল লেনে এখন হরহামেশাই চোখে পড়ছে। কোভিড-১৯ বাস্তবতায় বিদ্যুতচালিত এ পরিবহন বেছে নিয়েছেন বহু যাত্রী। বৈধভাবে এই যানটি নিয়ে রাস্তায় চলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যানটি সবাই যেনো স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এ জন্য দ্রুত আইনের সংশোধন চেয়েছেন ই-স্কুটার প্রতিষ্ঠান ৮টেভ এর ব্যবস্থাপনা পরিচালক ইটজিক বেন আহারোন। চারশ’ ডলার ব্যয়ে এই পরিবহনটি কিনছেন যাত্রীরা।। এ বাহনগুলোর গতিবেগ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার।